History Alumni Association, University of Rajshahi, Bangladesh

ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের

নবম দ্বি-বার্ষিক সম্মিলন

 

 ১৯৯৫ সালের ২৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়। সংগঠনটি গঠনের উদ্দেশ্য ছিল সাবেক শিক্ষার্থীদের সাথে বিভাগের যোগসূত্র রক্ষা করা এবং তাদের পারস্পারিক যোগাযোগ, সম্পর্ক উন্নয়নে সহায়তা করা। এ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের জন্য সম্মেলন, সেমিনার ও কর্মশালার আয়োজন করা এবং সামগ্রিকভাবে ইতিহাস বিভাগের উন্নয়নে জন্য সহায়তা করা।

  ইতিহাস বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার প্রধান উদ্যোগতা এ বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর আতফুল হাই শিবলী। তিনিই স্বত:প্রবৃত্ত হয়ে প্রথমে ১৯৯৫ সালে ইতিহাস বিভাগের চল্লিশ বর্ষ পূর্তি উৎসবের আয়োজন করেছিলেন এবং এই অনুষ্ঠানে একটি এডহক কমিটি গঠনের মাধ্যমে “রাজামহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন” যাত্রা শুরু করে। সে  সময়  থেকে অদ্যাবধি তিনি এ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংগঠনটির প্রতি তাঁর অগাধ ভালবাসা, ছাত্র-ছাত্রীদের প্রতি বাৎসল্য এবং এককভাবে সংগঠনের সকল গুরু দায়িত্ব পালনের জন্য এ সংগঠনটির প্রধান প্রাণপুরুষ তিনি।

  দুই বছর পর পর নিয়মিত এ্যালামনাই এসোসিয়েশন সম্মিলন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী বছরের ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংগঠনের নবম দ্বি-বার্ষিক সম্মিলন। এ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করা হচ্ছে।

 

 

 

অনিবার্য কারণে এ্যালামনাই এসোসিয়েশনের নবম দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পরিবর্তে ২৯ ও ৩০ মার্চ ২০১৯ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের সকল অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্মিলনিতে অংশগ্রহণ করতে চাইলে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ

১৫ মার্চ ২০১৯ ।

 

সম্ভাব্যসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এ্যাসোসিয়েশন

নবম দ্বি-বার্ষিক সম্মেলন

২৯-৩০ মার্চ ২০১৯, শুক্র ও শনিবার

 

২৯.০৩.২০১৯     শুক্রবার

৮.০০-৮.৪৫ সকলের সমবেত হওয়া, স্থান: ইতিহাস বিভাগ

৯.০০    র‌্যালিসহ ক্যাম্পাস প্রদক্ষিণ

৯.৩০    উদ্বোধনী অনুষ্ঠান; স্থান: সিনেটভবন/কাজী নজরুল ইসলাম মিলনায়তন;

১০.১০   চলচিত্র প্রদশর্নী : ছবি সিলসিলা/ টাইটনিক (বাংলায় ডাবিংকৃত), স্থান : ডীনস্ কমপ্লেক্স গ্যালারী

১২.৩০-২.০০      জুম্মার নামাজ বিরতি

২.০০    বিভাগের উদ্যোগে রান্না করা দুপুরের খাবার পরিবেশন; স্থান ইতিহাস বিভাগ

৩.০০    ক্রীড়া প্রতিযোগিত: স্থান- বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম,  খেলা : বিস্কুট দৌড়, মোরগ লড়াই, মিউজিক চেয়ার

বৈকাল   ৫.০০    সাংস্কৃতিক অনুষ্ঠান; স্থান: কাজী নজরুল ইসলাম মিলনায়তন

রাত     ৯.০০    নৈশভোজ : স্থান বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া

 

 

 

৩০.০৩.২০১৯     শনিবার

এ দিনের বিকেল পর্যন্ত অনুষ্ঠানগুলি রাজশাহী পোস্টাল একাডেমি চত্বরে হবে

 

১২.৩০-১.০০ :    বিজনেস সেশন

১.৩০ :   দুপুরের খাবার পরিবেশন;

বেলা     ২.০০    ফটো সেশন;

সন্ধ্যা     ৭.০০    ফান/আড্ডা, স্থান : ইতিহাস বিভাগ চত্বর;

রাত     ৯.০০    নৈশভোজ, বিশ্ববিদ্যালয় ক্যাফেটারিয়া

 

 

 

 

রেজিষ্ট্রেশনের নিয়মাবলী

ক) জীবন সদস্যগণকে ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের নিয়ম অনুসরণ করে অনলাইনে ফি প্রদান করে রেজিষ্ট্রেশন করতে হবে।

খ) সাধারণ সদস্যদের ১৫০০/- টাকা জীবন সদস্য হবার ফি ও ১৫০০/-টাকা রেজিষ্ট্রেশন ফি মোট ৩,০০০/- (তিন হাজার টাকা) প্রদান করতে হবে।

গ) সদস্য নন এমন কাউকে জীবন সদস্য হবার ফি বাবদ ১৫০০/- টাকা এবং রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৫০০/- টাকা  মোট ৩,০০০/- (তিন হাজার) টাকা প্রদান করতে হবে।

অতিথি

এ্যালামনাই এসোসিয়েশনের সদস্যগণ অতিথি (স্ত্রী, পুত্র বা কন্যা)সহ এ সম্মেলনে যোগদান করতে পারবেন। সদস্যদের  অতিথি থাকলে প্রতি অতিথির জন্য ১,০০০/-টাকা করে ফি প্রদান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

 

বিশেষ দ্রষ্টব্য

কোন কারণে অনলাইনে রেজিষ্ট্রেশনে ব্যর্থ হলে ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করা যাবে।

 

সুভ্যেনির

নবম দ্বি-বার্ষিক সম্মিলন উপলক্ষে বিভাগ থেকে সুভ্যেনির প্রকাশ করা হবে। এতে লেখা প্রকাশ করতে আগ্রহী হলে জানুয়ারি মাসের মধ্যে এসোসিয়েশনের সম্পাদক বরাবর লেখা ইমেল করে পাঠাতে পারেন। লেখা ইতিহাস বিষয়ে বা ইতিহাস বিভাগে অধ্যয়নকালীন স্মৃতিচারণমূলক হতে পারে। 

 

 

ড. মর্তুজা খালেদ

সাধারণ সম্পাদক

ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সভাপতি

ইতিহাস বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মোবাইল: ০১৭১৮ ১৬ ৯১ ৮৮

ইমেল: mortuzakhaled@yahoo.com